Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd এপ্রিল ২০১৭

সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষকদের সহযোগিতার আহ্বান মাননীয় কৃষিমন্ত্রীর


প্রকাশন তারিখ : 2017-03-23


কৃষকদের সহযোগিতার জন্য সাশ্রয়ী, স্বল্প সময় ও অধিক উৎপাদনশীল প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষকদের প্রতি আহ্বান জানান মাননীয় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। মন্ত্রী ২২ মার্চ ২০১৭ তারিখে বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল (বিএআরসি) এর কনফারেন্স রুমে আন্তর্জাতিক কৃষি গবেষণা গ্রুপের উদ্যোগে আয়োজিত ৫ম পরামর্শ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষি গবেষণা অনেক ক্ষেত্রে প্রকল্প ভিত্তিক হয়ে থাকে যা কোন কাজে আসে না। প্রদর্শনী প্লট ব্যতিত প্রকল্প ভিত্তিক কোন গবেষণা তেমন কোন ফলাফল বয়ে আনে না। গবেষণা ফলাফল হওয়া উচিৎ প্রকল্প শেষ হওয়ার পরেও। কৃষিতে কীটনাশক ও আগাছানাশক নির্বিচারের ব্যবহারের বিষয়ে তিনি বলেন, দেশে বর্তমানে কম পরিমাণ কীটনাশক ব্যবহার হচ্ছে। প্রতিবছর ৭ হাজার টন কীটনাশক কম ব্যবহার করা হয়ে থাকে। মন্ত্রী বর্তমান সরকারের কৃষিতে সাফল্য, ধান উৎপাদনে স্বংসম্পূর্ণতা অর্জন, ফল-সবজি উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন বৃদ্ধির কথা উল্লেখ করেন।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) জনাব ফজলে ওহায়েদ খোন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং কেয়ারটেকার সরকারের সাবেক উপদেষ্টা ড. এএমএম শওকত আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আন্তর্জাতিক কৃষি গবেষণা গ্রুপের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল-এর নির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ জালাল উদ্দিন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. মনজুরুল হান্নান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ, তুলা উন্নয়ণ বোর্ড এর নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন এবং কৃষি তথ্য সার্ভিস এর পরিচালক মিজানুর রহমান, বাংলাদেশে অবস্থিত আন্তর্জতিক কৃষি বিষয়ক সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট গবেষণা ও সম্প্রসারণ প্রতিষ্ঠানসমূহ থেকে উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।